নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে এবার কাউন্সিলর আজাদের মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২০, ১১:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রয়েছে। রবিবার সকাল থেকে মেডিকেল টিমের সদস্যরা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে কয়েকশ’ রোগীকে চিকিৎসা দিয়েছেন।
আগের দিন ১৯ নম্বর ওয়ার্ডের সকল মসজিদের মাইকে মেডিকেল ক্যাম্পের স্থান জানিয়ে দেওয়া হয়। সকাল থেকে লোকজন এসে জড়ো হতে থাকেন দপ্তরিপাড়ায়। সারাদিন চিকিৎসকরা সেখানে রোগী দেখে ব্যবস্থাপত্র ও ওষুধ দেন।
করোনা পরিস্থিতির কারণে যখন চিকিৎসকরা প্রাইভেট চেম্বার বন্ধ করে দেন, হাসপাতার ও ক্লিনিকগুলোও বন্ধ করে দেয় রোগী ভর্তি তখন ব্যতিক্রমী উদ্যোগ নেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ঘরে বন্দি অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিতে তিনি উদ্যোগ নেন ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের।
বুধবার ২০ নম্বর ওয়ার্ডের খরাদিপাড়া থেকে শুরু হয় এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখে ব্যবস্থাপত্র ও ওষুদ দেওয়া শুরু করেন। গত চারদিনে নগরীর ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা সেবা দেয় এই মেডিকেল টিম। রবিবার চিকিৎসা সেবা দেওয়া হয় ১৯ নম্বর ওয়ার্ডে।
কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, নগরীর মানুষের চাহিদা থাকলে তিনি পুরো নগরীতে মেডিকেল টিম পাঠাতে প্রস্তুতি। চিকিৎসকরাও আগ্রহ নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। ঝুঁকির মধ্যেও চিকিৎসা সেবা দিয়ে যাওয়ায় মেডিকেল টিমের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।