হবিগঞ্জে লকডাউনে সব কিছু নিরব
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২০, ১০:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
প্রথম কোন করোনা রোগী শনাক্ত হওয়ার পর হবিগঞ্জ জেলাকে লক ডাউন ঘোষণা এবং বৃষ্টির কারণে অবশেষে নিরব হয়েছে হবিগঞ্জ শহর। রবিবার শহরের কোথাও ছিল না কোন কোলাহল। দুটি আইসোলেশ সেন্টারের আশ পাশের এলাকার রাস্তা বাশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। শহরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের টহল জোরদার ছিল।
হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার সৈয়দা শামসাদ বেগম জানান, রবিবার দুপুরে নির্ধারিত সময় ২ টার পর শহরের চৌধুরী বাজার এলাকায় একটি দোকান খোলা থাকায় ২০০ টাকা জরিমানা করা হয়। আর রাস্তায় যাদেরকে পাওয়া যায় তাদেরকে সতর্ক করে বাসায় পাঠানো হয়েছে।
এদিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন করোনা রোগী ভর্তি আছে। সেই ওয়ার্ড এবং জেলা পরিষদ অডিটরিয়ামে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৭ জন আছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। হোম কোয়ারেন্টিনে থাকা ১ হাজার ১৭৪ জনের মাঝে শেষ হয়েছে ১ হাজার ২৪ জনের। আরও অবশিষ্ট আছে ১৫০জন। তাদের অধিকাংশই নারায়নগঞ্জ ও ঢাকাফেরত। বিদেশ থেকে আশা কয়েকজন ছাড়া সবার হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে।