সিলেটে ১০ টাকার চালে বাড়ছে করোনা সংক্রমনের শঙ্কা!
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২০, ৭:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে নিম্নবিত্তদের জন্য ১০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি চলছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ডিলারদের মাধ্যমে বিক্রি হচ্ছে এ চাল। ১০ টাকা কেজি দামের এই চাল কেনার জন্য প্রতিদিন ডিলারের দোকানের সামনে ভিড় করছেন শত শত নারী-পুরুষ। চাল কিনতে আসা এসব লোকজনকে কোনভাবেই মানানো যাচ্ছে না সামাজিক দূরত্ব। ফলে ওএমএসের এই চাল নিতে আসাদের মাধ্যমে করোনা সংক্রমনের শঙ্কা বাড়ছে।
রবিবার সিলেট নগরীর চারাদিঘীরপাড়ে গিয়ে দেখা যায় কাউন্সিলর আবদুল মুহিত জাবেদের অফিসের পাশে ডিলারের দোকান থেকে প্রতি কেজি ১০ টাকা দামে চাল বিক্রি করা হচ্ছে। চাল কিনতে লাইনে দাঁড়িয়ে আছেন ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের কয়েক শত নারী পুরুষ। কে কার আগে চাল নিবেন সেটা নিয়ে চলছে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। অনেকে লাইন ভেঙ্গে সামনে গিয়ে চাল নেওয়ারও চেষ্টা করছেন।
কাউন্সিলর, ডিলারের লোকজন ও পুলিশ সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর কথা বললেও কেউ শুনছে না কারো কথা। কার আগে কে চাল নেবেন সেটা নিয়েই চলছে প্রতিযোগিতা।
কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ জানান, দুই ওয়ার্ডের গরীব লোকজনকে একই স্থান থেকে চাল দেওয়া হচ্ছে। ফলে ক্রেতাদের সংখ্যা প্রচুর। কোনভাবেই তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড় করানো যাচ্ছে না। এতে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে।
কাউন্সিলর জাবেদ বলেন, যদি এক স্থান থেকে দুই ওয়ার্ডের লোকজনকে চাল না দিয়ে একাধিক স্থানে চাল বিক্রির ব্যবস্থা করা যেত তাহলে ভিড় কম হতো। ক্রেতার চাপ কমলে হয়তো তাদেরকে সামাজিক দূরত্বে লাইনে দাঁড় করিয়ে চাল দেওয়া যেত।