দেশের ক্রান্তিলগ্নে সরকারের সাথে বেসরকারি প্রকল্প ও দানশীলদের এগিয়ে আসতে হবে: মোস্তাকুর রহমান মফুর
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২০, ৯:০৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
এস ও এস শিশু পল্লী সিলেট কর্তৃক তাদের প্রকল্পভোক্ত ৮৩ জন ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। অাজ শনিবার (১১ এপ্রিল) উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বানীগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর।তিনি বলেন, এস ও এস শিশু পল্লী কে বালাগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেশের ক্রান্তিলগ্ন অবস্থায় এক এক করে সবার এগিয়ে এসে দেশের দূরাবস্থায় সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া খুবই জরুরী।
শিশু পল্লী’র কর্মকর্তা তানভীর আহমদ বলেন, বিদ্যালয় বন্ধ হওয়ায় ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকার অংশটুকু দিয়ে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বানীগাও মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মজনু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিশু পল্লী’র সহকারীগন সহ প্রমুখ।