তাহিরপুরে হরিজন সম্প্রদায়ের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২০, ৯:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছেন হরিজন সম্প্রদায়। তাহিরপুরে এই সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে বিভিন্ন ইউনিয়নের হরিজন সম্প্রদায়ের মাঝে সরকারের দেওয়া ত্রাণ বিতরণ করা হয়।
২৫ পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মনধন দাস প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, হরিজন সম্প্রদায়কে আপতত এ ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। কয়েকদিন পর বিভিন্ন সামগ্রীসহ আবারো তাদের ত্রাণ দেওয়া হবে।