করোনা : বালাগঞ্জের সোনালী ও অগ্রণী ব্যাংকে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২০, ৮:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বালাগঞ্জে সোনালী ও অগ্রণী ব্যাংকে মানা হচ্ছে না করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব। বালাগঞ্জ উপজেলা প্রশাসন,আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ জনপ্রতিনিধি সহ সচেতন ব্যক্তিরা দিনরাত আপ্রান চেষ্টা করে যাচ্ছেন সামাজিক দূরত্ব সৃষ্টি করার জন্য।
কিন্তু, (৭এপ্রিল) মঙ্গলবার সকালে সাড়ে দশটার দিকে দেখা যায়, বালাগঞ্জ বাজারের সোনালী ও অগ্রণী ব্যাংকের সামনে অথবা ভেতরে সামাজিক দূরত্ব বিঘ্নিত হচ্ছে। যেখানে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে লোক সমাগম হয়ে থাকে। যার মাধ্যমে করোনা ভাইরাস অতি সহজে উপজেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে।
এব্যপারে বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয কুমার দাস উপজেলা প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন প্রতিটি ব্যাংকের মধ্যে ব্যাংকিং সময়ে একজন করে আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করে যার মাধ্যমে সামাজিক দুরত্ব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী ।