শমশেরনগরে সানফ্লাওয়ার যুব সংঘের উদ্যোগে ১০০ পরিবারের খাদ্যসামগ্রী ইউনিয়ন পরিষদে হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২০, ৭:৫১ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সানফ্লাওয়ার যুব সংঘের উদ্যোগে কর্মহীন অসহায় দু:স্থদের মাঝে বিতরণের জন্য সোমবার (৬ এপ্রিল) দুপুরে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর নিকট ৫০ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাসসহ সানফ্লাওয়ার যুব সংঘের উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দ।
১০০ টি কর্মহীন অসহায় দু:স্থ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি মসুরী ডাল, ১ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, আধা লিটার তেল, আধা কেজি লবণ, ১টি সাবান রয়েছে।