সুনামগঞ্জে ২ হাজার নিম্ন আয়ের পরিবারকে ব্যবসায়ী জিয়াউলের খাদ্য সহায়তা
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২০, ৭:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের দুই হাজার পরিবারকে ১৩ লাখ টাকার খাদ্য সহায়তা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক।
জেলার সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় ৫০০ টি করে পরিবারে মাঝে বিতরণের জন্য খাদ্য সহায়তা সামগ্রী স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে এই খাদ্য সহায়তা কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
এদিকে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নেয়াগাঁও, নলুয়ারপার, হরিনগর ও জগন্নাথপুর গ্রামের আরো ৫০০টি পরিবারকে খাদ্য খাদ্য সহায়তা দিয়েছেন ওই ব্যবসায়ী। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও আধা লিটার সোয়াবিন তেল।