‘সবাই ঘরে ঢুকে যান, খাবারের সংকটে পড়লে মেম্বার ও চেয়ারম্যানের সাথে যোগাযোগ করুন’
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২০, ৬:২০ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়া ডেস্ক:
সবাইকে দ্রুত ঘরে যাওয়ার আহবান জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
আজ সোমবার (৬এপ্রিল) বিকেলে তিনি ফেসবুক আইডিতে জনগণকে আহবান জানিয়ে বলেন, নিজে বাঁচুন, পরিবার ও দেশ বাঁচান।
এছাড়া লোকজন জড়ো করে খাবার বিতরণ খুব বিপজ্জনক বলে তিনি বলেন, তালিকা করে ত্রাণ তাদের ঘরে পাঠিয়ে দিন, তাহলে লোকজন ত্রাণের খোঁজে রাস্তায় ঘোরাঘুরি করবে না।
তিনি আরও বলেন , যারা খাবারের সংকটে পড়েছেন তারা মেম্বার ও চেয়ারম্যানগণের সাথে যোগাযোগ করুন। বাসায় থাকুন, সুস্থ থাকুন ও নিভৃতে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন। সরকারের উপর আস্হা রাখুন এবং সরকারী সিদ্ধান্ত মেনে চলার আহবান জানিয়ে তার ফেসবুকে এই লেখা পোস্ট করেছেন।
সুরমা নিউজ পাঠকদের জন্য সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ-
দ্রুত সবাই ঘরে ঢুকে যান, নিজে বাঁচুন,পরিবার ও দেশ বাঁচান। লোকজন জড়ো করে খাবার বিতরণ খুব বিপজ্জনক। তালিকা করে ত্রাণ তাদের ঘরে পাঠিয়ে দিন, তাহলে লোকজন ত্রাণের খোঁজে রাস্তায় ঘোরাঘুরি করবে না। যারা খাবারের সংকটে পড়েছেন তারা মেম্বার ও চেয়ারম্যানগণের সাথে যোগাযোগ করুন । বাসায় থাকুন, সুস্থ থাকুন ও নিভৃতে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন ।সরকারের উপর আস্হা রাখুন এবং সরকারী সিদ্ধান্ত মেনে চলুন।