সিলেটে যেভাবে করোনায় সংক্রমিত হন সেই চিকিৎসক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২০, ৩:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হলেন একজন চিকিৎসক। আক্রান্তকারী ডাক্তার এবং ওই পরিবারকে সাথে সাথেই লক ডাউনে রাখা হয়েছে। সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সেই চিকিৎসক প্রবাসীর দ্বারা আক্রান্ত হয়েছেন- এমনটি ধারণা পেয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিন আমরা যে ব্লাড সেম্পল পাঠাই, তার মধ্যে রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যার দিকে ওই চিকিৎসকের করোনা ভাইরাস পজিটিভের বিষয়টি ফোনে তাকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। এরপরই বিষয়টি তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ইউনুছুর রহমন ও জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামকে অবহিত করেছেন।
তিনি বলেন, দেশে যে ১৮ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে, তিনি এই হিসাবের বাইরে। কেননা, ওটা ছিল সকালের হিসাব। আর এই রোগীর বিষয়ে আমরা নিশ্চিত হওয়া গেছে বিকেলে।
ডা. প্রেমানন্দ বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। এ অঞ্চলে বাইরে যে পরিমাণ প্রবাসী থাকেন, সে হিসেবে এমনিতেই ঝুঁকির মধ্যে সিলেট। এরপর প্রথম করোনা আক্রান্ত রোগী অনেক দেরী করে পেয়েছেন তারা। তাই পুরো এলাকা লকডাউনের জন্য জেলা প্রশাসককে জানিয়েছেন।
সিলেটে আরো অনেকে সুপ্ত অবস্থায় করোনা আক্রান্ত থাকতে পারেন বলেও ধারণা পোষণ করে তিনি বলেন, রোববারও সিলেটে রাস্তাঘাটে প্রচুর লোক সমাগম দেখেছি। যদিও ঘরে থাকাটা কষ্টসাধ্য, তারপরও নিজেদের নিরাপত্তার জন্য থাকতে হবে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওই চিকিৎসকের বাসা লকডাউন করা হয়েছে।
সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, প্রশাসন ওই চিকিৎসকের বাসা লকডাউন করেছেন। যেহেতু তিনি তার দ্বারা পরিবারের সবাই আক্রান্ত। তাছাড়া আক্রান্ত রোগীর শারিরিক অবস্থা ভাল। তাকে ও পরিবারের সদস্যদের সুস্থ করে তুলতে বাসাই আইসোলেশন করা হচ্ছে।
এরআগে রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টায় সিলেটে প্রথম করোনা ভাইরাসের রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।
সনাক্ত হওয়া ওই রোগী নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ও নগরের একটি বড় সরকারি হাসপাতালের চিকিৎসক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।