গোটা সিলেটে একজনই নয়, করোনা রোগী আরও থাকার আশঙ্কা!
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২০, ১:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে গতকাল করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত হওয়া রোগি পেশায় চিকিৎসক। বয়স ৫০। তার বাসা নগরীর হাউজিং এস্টেট এলাকায়।
রোববার সন্ধ্যায় ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল। এরপর রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন করে পুলিশ।
তবে এই একজনই নয়, সিলেটে আরো করোনাক্রান্ত রোগী থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি কিভাবে আক্রান্ত হলেন, তা নিয়েও উৎকন্ঠা দেখা দিয়েছে সচেতন মহলে। ওই ব্যক্তি নিশ্চয়ই করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে গেছেন। না হয় তিনি আক্রান্ত হওয়ার কথা নয়। এমন হলে সিলেটে আরো রোগী রয়েছে।
জানা গেছে, আক্রান্ত হওয়া রোগি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলে হাসপাতালে কর্মরত ছিলেন। এছাড়া তিনি নগরীর ইবনে সিনা হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করতেন।
এতে আতঙ্কের মাত্রা আরো বেড়ে গেছে গোটা সিলেটে। তিনি যেহেতু চিকিৎসায় কর্মরত ছিলেন তার কাছ আরো অনেকের ছড়ানোর আশঙ্কা আছে। অনেকে বলছে এই সংখ্যা আরো বাড়বে। যতবেশি টেস্ট করা হবে রোগীর সংখ্যা ততই বাড়বে। তাই সিলেটে এই ভাইরাস ব্যাপকভাবে বিস্তারের আগেই ব্যবস্থা নেয়ার দাবি নগরবাসী।