অযথা বাইরে বের হওয়ায় জৈন্তাপুরে ৩ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২০, ১২:৫০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জৈন্তাপুর উপজেলার অযথা বাইরে ঘোরাফেরা করায় ৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যেখানে জনসমাগমের খবর পাচ্ছেন সেখানেই ঝটিকা অভিযানে চালাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন, সহকারী কমিশনার (ভুমি) ফারুক আহমেদ জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি টিম ।
রবিবার (৫ এপ্রিল) জৈন্তাপুর উপজেলাধীন বিভিন্ন স্থানে অকারণে জনসমাগম করায় ও গণপরিবহন পরিচালনা করায় দ্বিতীয় দিনে ৩ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫,৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
সরকারের দেয়া নির্দেশনা মতাবেক করানো ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন উপজেলার বিভিন্ন হাট বাজার পাড়া-মহল্লায় প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন পাশাপাশি তিনি আইন অমান্য কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণ করছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নাহিদা পারভীন বলেন জৈন্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসমূহে ঝটিকা অভিযানে গিয়ে জনসমাগম এড়িয়ে চলতে সকলকে পরামর্শ দিয়েছেন। কেউ নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি করেন। জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।