সিলেটে করোনার ছোবলে চিকিৎসক : বাসা লকডাউন
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০, ৯:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। করোনার ছোবলে আক্রান্ত রোগী একজন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত হলেও এই মুহুর্তে আক্রান্ত চিকিৎসকের নাম প্রকাশ করা হচ্ছেনা। তবে, আক্রান্তকারী ডাক্তার এবং ওই পরিবারকে সাথে সাথেই লক ডাউনে রাখা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত জানিয়েছেন।
তিনি বলেন, আমরা নিয়মিত করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে ও আইসোলেশনে থাকা রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্তের নমুনা ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠাই। তাতে রোববার রাতে ওই লোকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর ঘটনাটি প্রশাসনকে অবহিত করে তার বাড়িটি লকডাউন করা হয়।
শনাক্ত হওয়া ওই রোগী প্রবাসী নন। তিনি নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা বলে জানান সিভিল সার্জন।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেটে এ প্রথম করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ওই রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি লকডাউন করার করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।