বড়লেখায় আশ্রয়ণ প্রকল্পের ২শ’ পরিবার পেল খাদ্যসামগ্রী
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০, ৭:৩৯ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের জফরপুর সমতা আশ্রয়ণ প্রকল্পের ২শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে কাজ-কর্ম বন্ধ থাকায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বিপাকে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী তাদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ৩ কেজি আলু ও ২ কেজি করে মসুর ডাল দেওয়া হয়েছে।
এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন।