বালাগঞ্জে কর্মহীন অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০, ৭:১৭ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
ভয়ঙ্কর ভাইরাস করোনার সংক্রামন ঠেকাতে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। থমকে গেছে জীবন। ঘুরছে না রিকশার চাকা, বেকার হয়ে ঘরে বসে আছে দিনমজুর, রুদ্ধ হয়েছে নিত্যদিনের খেটে খাওয়া মানুষের জীবিকার পথ। এই বিপর্যস্ত পরিস্থিতিতে ভয়ঙ্কর করোনায় দেশের চলমান সংকটে বালাগঞ্জের খেটে খাওয়া কর্মহীন দিনমজুর-অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমদ চৌধুরী।
শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলার মোহাম্মদ শাল এলাকায় ১০টি কর্মহীন ও অসহায় পরিবারের মানুষের মাঝে নিজ উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে যুবলীগ নেতা জুয়েল চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানান, মানুষ মানুষের জন্য। করোনা ভাইরাসের কারনে বালাগঞ্জের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পরেছে। আমি সমাজের বিত্তবানদের আহবান জানাচ্ছি আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুঁটে উঠবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, খালেদ আহমদ চৌধুরী, রেহেন আলি,বশির মিয়া,জাবের,তুহিন,এমরান প্রমুখ।