লন্ডনে করোনায় প্রাণ গেল সিলেটি মা-ছেলের : আক্রান্ত পুরো পরিবার, বাকরুদ্ধ এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০, ৪:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
যুক্তরাজ্যের লুটন এলাকায় অবস্থানরত পরিবারে প্রথমে শুধু ছেলেই করোনায় আক্রান্ত ছিলেন। অবশেষে গত বুধবার করোনার থাবায় প্রাণ হারানোর পর আক্রান্ত হলেন মা। তবে তিনিও করোনার ছোবল থেকে রক্ষা পাননি। মা বেদানা বেগম শনিবার (৪ এপ্রিল) লন্ডন সময় রাত ১২ টা ৫০ মিনিটে মৃত্যুবরন করেন।
তাদের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউপির ভাংগী গ্রামে। এই মৃত্যুর ঘটনায় পুরো দক্ষিণ সুরমা বাকরুদ্ধ। দেশে থাকা স্বজনদের মধ্যে চলছে কান্নার রোল।
এদিকে প্রাণঘাতী করোনায় শুধু মা-ছেলের মৃত্যুই শেষ নয়, আক্রান্ত পরিবারের প্রধান কর্তা হাসান আহমদসহ পরিবারের বাকি সদস্যরাও।
হাসান আহমদ বর্তমানে আক্রান্ত হয়ে হাসপাতালে। তার অবস্থাও আশংকাজনক। সাথে আক্রান্ত পরিবারের স্বজনরা। যুক্তরাজ্যের লুটন এরিয়াতে বাস করেন এই পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নিকটাত্মীয় শাহিন আহমদ।