সিলেটে ছেলের দায়ের কোপে বাবার পর মারা গেলেন মা!
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০, ৩:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জে গত ২৭ মার্চ ছেলের দায়ের কোপে খুন হন ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের আবদুর করিম খান ওরফে ঠাকুর মনাই (৬০)। এ ঘটনায় তার স্ত্রী মিনারা বেগমও গুরুতর আহত হন। ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোববার ( ৫ এপ্রিল) সকালে তিনিও চলে গেলেন না ফেরার দেশে।
গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর দিন ঘাতক ছেলে রাহেল আহমদকে (৩০) গ্রেফতার করে পুলিশ। রাহেল বর্তমানে কারাগারে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ সকালে ছেলে রাহেল আহমদ বাড়ির সামনের কয়েকটি গাছ কাটতে যান। এ সময় বাবা আবদুল করিম খান ও মা মিনারা বেগম তাকে গাছ কাটতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বাবা-মাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবা আবদুল করিম খানকে মৃত ঘোষণা এবং মিনারা বেগমকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের আরেক ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এদিকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গত ১ এপ্রিল বাড়িতে ফেরেন মিনারা বেগম। রোববার হঠাৎ তার শরীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।