কমলগঞ্জে দুই মণিপুরি পরিবার কোয়ারেন্টাইনে
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০, ১২:০৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
মৌলভীবাজার কমলগঞ্জের আদমপুর ইউপির ভানুবিলে দুটি মণিপুরি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এক সপ্তাহে আগে আপন সিংহ নামে এক শিক্ষক ঢাকা থেকে বাড়ি ফিরে অসুস্থ্ হলে প্রশাসন এই নির্দেশ দেন।
চিকিৎসক সৌমিত্র সিনহা জানান, আপন সিংহের শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ নেই। তারপরও তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
ইউএনও আশেকুল হক বলেন, আপন সিংহ করোনাভাইরাসে আক্রান্ত নন। তবুও তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।