করোনাভাইরাস: সুনামগঞ্জে ১৯ জনের নমুনা সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২০, ৮:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের ৯টি উপজেলা থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য ১৯ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। এসব নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠিয়েছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ সদর, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, ছাতক, জগন্নাথপুর, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারা বাজার উপজেলা থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ধর্মপাশা ও শাল্লা উপজেলা থেকে করোনাভাইরাসের জন্য নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, জেলার ৯ টি উপজেলা থেকে ১৯ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। দুটি উপজেলা থেকে দূরত্বের কারণে সংগ্রহ করা সম্ভব হয়নি। এখনই সবচেয়ে ক্রিটিক্যাল সময়। সবাইকে সাবধান হতে হবে।