সিলেটের “মণিপুরি পাড়া” লক-ডাউন
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২০, ৬:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
করোনাভাইরাস রোধে দেশব্যাপী চলছে অঘোষিত লক-ডাউন । গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান অফিস-আদালত সবকিছুই রয়েছে বন্ধ। এ অবস্থায় করোনা সংক্রমণ রুখতে সিলেটের আম্বরখানা এলাকার মণিপুরিপাড়ার বাসিন্দারা তাদের এলাকা লক-ডাউন করেছেন নিজ উদ্যোগে।
সরজমিন আম্বরখানার মণিপুরি পাড়ায় গিয়ে দেখা যায়, এলাকার প্রবেশমুখের মূল ফটকে বড় করে লেখা রয়েছে ‘লকডাউন, বহিরাগত প্রবেশ নিষেধ। করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলুন।’
মণিপুরীপাড়ার বাসিন্দারা জানান, করোনা প্রতিরোধে তারা তাদের এলাকাটিকে লক-ডাউন করে দিয়েছেন। খুব বেশি প্রয়োজন ছাড়া এলাকার বাসিন্দারা এলাকা থেকে বের হচ্ছেন না। আর এলাকায় বহিরাগত কাউকে তারা প্রবেশ করতেও দিচ্ছেন না। এলাকাবাসীকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও জানান, দেশে করোনা প্রতিরোধে জনসমাগম বন্ধে সকল প্রতিষ্ঠান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বাকি সকল কিছু বন্ধের নির্দেশনার শুরু থেকে আম্বরখানা মণিপুরি পাড়া ‘সোশ্যাল ফেয়ার এসোসিয়েশন’এর পক্ষ থেকে পুরো পাড়া লক-ডাউন করা হয়।