সিলেটে করোনার ল্যাব: পুরোদমে মঙ্গল-বুধবার থেকে চালু
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২০, ৬:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব স্থাপনের কাজ চলছে। ল্যাবের অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে আগামী মঙ্গল-বুধবার নাগাদ পুরোদমে ল্যাব চালু হতে পারে।
তবে এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষা হলেও সেখানে কোনো রোগীর নমুনা সংগ্রহ করা হবে না। সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করা হবে করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল বলে ঘোষিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে। ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এদিকে বর্তমানে সারাদেশে ১৪টি ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় নয়টি ও ঢাকার বাইরে পাঁচটি ল্যাব রয়েছে। সিলেট, খুলনা ও বরিশালে আরও তিনটি ল্যাবের প্রস্তুতি চলছে।
ল্যাবরেটরিগুলোর সমন্বয়ের দায়িত্বে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, পরীক্ষার পরিধি বাড়ানোর কাজ শুরু হয়েছে। ১৪টি ল্যাবে পরীক্ষা চলছে। অন্যান্য সীমাবদ্ধতা অচিরেই কেটে যাবে।
আইইডিসিআর কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা শুরু করে জানুয়ারির শেষ সপ্তাহে। পরীক্ষা বিষয়ে তারা প্রথম তথ্য প্রকাশ করে ২৮ জানুয়ারি। শুরু থেকে এই পরীক্ষা শুধু আইইডিসিআরের ল্যাবরেটরিতেই হয়ে আসছিল। সরকারের অনুমতির পর এখন অন্য ল্যাবেও পরীক্ষা হচ্ছে। এ পর্যন্ত দেশে ১ হাজার ৬৩৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। দেশে প্রায় ১৭ কোটি মানুষের তুলনায় নমুনা পরীক্ষার এই সংখ্যা কম।
বর্তমানে রাজধানীর মহাখালীতে চারটি ল্যাবে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে আছে আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডেশি)।
এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পুরোনো বেতার ভবনে ল্যাবরেটরি তৈরি করে পরীক্ষা শুরু করেছে। ঢাকা শিশু হাসপাতাল বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে মিলিতভাবে পরীক্ষার উদ্যোগ নিয়েছে। তারা পাঁচ দিন আগে পরীক্ষা শুরু করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পরীক্ষার কাজ শুরু করেছে ইনস্টিটিউট অব আর্মড ফোর্সেস প্যাথলজি। গতকাল পরীক্ষা শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ এবং আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনেও।