সাংবাদিকদের উপর হামলা : প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের নিন্দা
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অনিয়মের খবর ও ফেইসবুকে লাইভ প্রচার করায় দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ,দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান ও চ্যানেল এস এর প্রতিনিধি বুলবুল আহমেদকে আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও তার লোকজন কর্তৃক ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ “।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত “নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ” এর সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ছনি চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বিবৃতিতে অবিলম্বে ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনসহ জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যতায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেয়া হয়।