শ্রীমঙ্গলে দৈনিক ৬০ জনকে খাওয়াবে উদ্দীপ্ত তারুণ্য
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২০, ৩:০২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক ৬০ ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্য’।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের ছিন্নমূল প্রায় ৬৫ জন মানুষের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করে তারা।
প্রথম দিন শহরের রেলওয়ে স্টেশন ও আশপাশ, চৌমুহনা, মৌলভীবাজার সড়ক, হবিগঞ্জ সড়ক নতুন বাজার ইত্যাদি জায়গা ঘুরে ঘুরে এই খাবার গুলো প্রকৃত অসহায় মানুষের হাতে তুলে দেয় তারা।
উদ্দীপ্ত তারুণ্যের সদস্য মো. নুরুজ্জামান বলেন, করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শহরের দরিদ্র অসহায় মানুষরা প্রায় না খেয়ে আছে। তাদের কথা চিন্তা করে আমরা সংগঠন থেকে উদ্যোগ নিয়েছি এই অভুক্ত মানুষের মুখে রান্না করা খাবার তুলে দেবো। আমাদের সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা নিয়ে আমরা আগামী এক সপ্তাহের জন্য দৈনিক ৬০ প্যাকেট খাবার বিতরণের টার্গেট নিয়েছি। সহযোগিতা পেলে আমরা যতদিন দোকানপাট বন্ধ থাকবে ততদিন খাবার বিতরণ চালিয়ে যাবো।