তাহিরপুরে করোনা সচেতনতায় এমপি শামীমার মাস্ক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২০, ১:০৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের তাহিরপুরে শামীমা আক্তার খানম এমপি দরিদ্র নারী-পুরুষের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম বুধবার উপজেলা সদর,বাদাঘাট ও বালিজুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে তিনি মাস্ক বিতরণ করেন।
এ সময় ‘করোনা’র বিষয়ে সচেতনতা থাকার জন্য সবাইকে আহবান জানান। ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন। দিনে কয়েকবার হাত ধুতে বলেন এই সংসদ। বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি অনুরোধ করেন তিনি।
তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, সিলেট সেনানিবাসের ৪০ বীর-এর মেজর মো. মুস্তাফিজুর রহমান, তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান।