সিলেটের উপজেলাগুলোতে গরিবের জন্য পৌঁছেছে সরকারের ২য় দফার বরাদ্দ
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২০, ৯:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের গরিব ও দুস্থদের জন্য দ্বিতীয় দফা বরাদ্দ পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ বুধবার (১ এপ্রিল) সিলেটে গরিব ও অসহায় মানুষের জন্য আরও নগদ সাড়ে ছয় লক্ষ টাকা ও ২০০ টন চাল পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ইতোমধ্যে এসব বরাদ্দ সিলেটের বিভিন্ন উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল থেকে চাল ও অন্যান্য সামগ্রী বন্টন শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে সিলেট জেলার দরিদ্র, দিনমজুর ও অসহায়দের জন্য দ্বিতীয় দফা সরকারি বরাদ্দ এসেছে। আজ নগদ সাড়ে ছয় লক্ষ টাকা এবং ২০০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। নগদ টাকা থেকে আলু, ডাল, তেল ও সাবান ক্রয় করা হবে। এগুলো আজই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে প্রতিটি উপজেলায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে নতুন বরাদ্দের খাদ্যসামগ্রী বন্টন শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘উপজেলার স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে। যারা এখন সবচেয়ে বেশি সংকটে আছেন, যাদের ঘরে কোনো খাবার নাই তাদেকে এই তালিকায় রাখা হয়েছে। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। ’