সিলেটে ওসি-লাইনম্যান কথোপকথনের তদন্ত বুধবার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২০, ৮:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট সীমান্তে অবৈধভাবে ভারতীয় গরু দেশে পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।
বুধবার দুই সদস্যের এই কমিটি কাজ শুরু করবে বলে জানা গেছে।
মঙ্গলবার যুগান্তরে ‘কোম্পানীগঞ্জ সীমান্ত : গরু পাচার নিয়ে ওসি-লাইনম্যান কথোপকথন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন এই কমিটি গঠন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলমকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্য হলেন জেলা গোয়েন্দা শাখার এএসপি মো. আনিসুর রহমান।
সিলেট জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন পেশ করতে নির্দেশ দেয়া হয়েছে।