সিলেটে আবর্জনাবাহী গাড়িতে খাদ্যসামগ্রী বহন করছে সিসিক
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২০, ৮:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সিটি করপোরেশনের আবর্জনা ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত গাড়ি দিয়ে অসহায় বন্দি মানুষের জন্য খাদ্যসামগ্রী বহন করা হচ্ছে। সেই আর্বজনার গাড়িটি যে রাস্তায় যাতায়াত করে সেই রাস্তায় লোজকন নাক টিপে ধরেন। এই গাড়িগুলো দিয়ে অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী বহন ও বিতরণ করছে সিসিক কর্তৃপক্ষ।
আবর্জনা ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত গাড়ি দিয়ে খাদ্যসামগ্রী বহন করা নিয়ে সিলেটের কালিঘাটের ব্যবসায়ী মদন মিয়া বলেন, ছি ছি আমরা কোন দেশে আছি। আমাদের সিসিক মেয়র সাহেব এসকল বিষয় এতটুকু নজর দেন নি। যে গাড়ি রাস্তা দিয়ে গেলে গন্ধে বিরক্ত হয় পথচারীরা। সেই গাড়িগুলো দিয়ে খাবার নিয়ে যাচ্ছে তারা।
অনেকে বলছেন অসহায় লোকজন কি মানুষ না। তাদের জন্য এমন গাড়ি দিয়ে খাবার বহন করছে সিসিক।
এবিষয়ে জানতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করলে অপরপ্রান্ত থেকে কোনো সাড়া মেলেনি।