সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে লাকি রানী দেবনাথ (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামে এ ঘটনা ঘটে। এক সন্তানের জননী লাকি ওই গ্রামের ওমর দেবনাথের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নিজ কক্ষে লাকির ঝুলন্ত মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। পরে এ ঘটনা জানাজানি হলে খবর পেয়ে দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ওই বাড়িতে আসে। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ভেতর থেকে ঘরের দরজা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।