জকিগঞ্জে হাটবাজার বন্ধ ঘোষণা, প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২০, ২:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
জকিগঞ্জে সকল হাটবাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে প্রবাসফেরত ৪৭১ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুর্যোগ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়াও জানা গেছে, এ সময় সকল ধরনের সভা, সমাবেশ, খেলাধুলা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী, পৌর মেয়র খলিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী, মোস্তাক আহমদ, জুলকারনাইন লস্কর, রফিক আহমদ, খলিল উদ্দিন, মহসিন মর্তুজা চৌধুরী, রিয়াজ আহমদ, মাহতাব আহমদ প্রমুখ।