করোনা আতঙ্ক : সিলেটের পানসী রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২০, ১১:২৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটের ভোজন রসিকদের সুস্বাদু খাবারের অন্যতম পানসী রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও ভোক্তা অধিকার নিশ্চিত সহ শ্রমিকদের নিরাপত্তা বিবেচনা করে গত শনিবার রাত থেকে পানসী রেষ্টুরেন্ট জিন্দাবাজার সিলেট শাখার সকল প্রকার সার্ভিস সমূহ সাময়িক বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সাথে সাথে যথারীতি সার্ভিস চালু হবে।
এ বিষয়ে পানসী রেস্টুরেন্টের সুপারভাইজার আলী হোসাইন জানান, করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধে আমাদের অতিথি, কর্মচারী এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যের কথা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জরুরিভাবে রেস্টুরেন্টটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে পানসী রেস্টুরেন্টের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
আমাদের সমস্ত কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে দেওয়া হলো। ছুটিকালিন সময়ে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে এবং বন্ধু বান্ধব ও সব ধরনের সমাবেশ থেকে দূরে থাকার নির্দেষ দেয়া হয়েছে।
রেস্টুরেন্ট বন্ধকালীন সময়ে হোটেল সম্পূর্ণভাবে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত করা হবে।
পরিশেষে পানসী রেস্টুরেন্ট দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ব্যবসা থেকে মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।