সিলেটে ২৫ হাজারেরও বেশি প্রবাসীর সন্ধানে প্রশাসন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এবং সংক্রামণ ঠেকাতে দেশে ফেরা ২৫ হাজারেরও বেশি প্রবাসীর সন্ধানে নেমেছে সিলেটের প্রশাসন। শনিবার (২১মার্চ) জেলা প্রশাসনের ৭টি টিম হোম কোয়ারেন্টিতে থাকা ৫২ জন প্রবাসীকে খুজে বের করে। তাদেরকে ঘর থেকে বের না হওয়ারও নির্দেশনা দেন অভিযানিক টিমগুলোর কর্মকর্তারা।
এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিন।
তিনি বলেন, শনিবার জেলা প্রশাসনের ৭টি টিম কোয়ারেন্টিতে থাকা লোকজনের খোঁজ নিতে বিভিন্ন বাসা-বাড়িতে যান। সেই সঙ্গে জেলা প্রশাসকের নেতৃত্বে আলাদা একটি টিম বের হয়। এদিন তারা ৮৭ জন প্রবাসীর তালিকা নিয়ে বের হলেও সাক্ষাত পেয়েছেন ৫২ জনের। দেখা মিলেনি ৩৫ জনের। যাদের পাওয়া যায়নি, তাদের মধ্যে ৫ জন বিদেশ ফিরে গেছেন বলে নিশ্চিত করেছেন তাদের পরিবার। তবে সবাইকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। রোববার থেকে অভিযানিক দল হোম কোয়ারেন্টিন না থাকা প্রবাসীদের জরিমানা করবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিন।
এদিকে, সিলেটে প্রতিদিনই বিদেশফেরতদের নতুন করে নেওয়া হচ্ছে কোয়ারেন্টিনে। শনিবারও (২১ মার্চ, গত ২৪ ঘণ্টায়) নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ২২৭ জনকে। এরমধ্যে সিলেটে ৬৪, সুনামগঞ্জে ৪৬, হবিগঞ্জে ৯১ ও মৌলভীবাজারে ২৬ জন।
এ নিয়ে সিলেট বিভাগজুড়ে কোয়ারেন্টিনে থাকা লোকজনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৪ জনে। এরমধ্যে সিলেটে ৭৪৮, সুনামগঞ্জে ১৩১, হবিগঞ্জে ২১৬ ও মৌলভীবাজারে ৩৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে সিলেটে ফিরেছেন ৯৪ জন। এরমধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ফিরেছেন ৫৬ জন। তামাবিল স্থলবন্দর দিয়ে ২৩ জন এবং সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে ১৫ জন দেশে ফিরেছেন।
তিনি বলেন, হিসাব অনুসারে, গত ৬ ফেব্রুয়ারি থেকে সিলেট বিভাগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ২৬ হাজার ৫৯৭ জন প্রবাসী। এরমধ্যে ওসমানী বিমানবন্দর দিয়ে ১৯ হাজার ৪৫৬, তামাবিল হয়ে তিন হাজার ৮৯৭, সুতারকান্দি হয়ে ৭৩৭, জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে এক হাজার ১২৮, চুনারুঘাট বাল্লা শুল্ক স্টেশন দিয়ে ২২০ জন, মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা শুল্ক স্টেশন দিয়ে ১৮৯ এবং কুলাউড়া উপজেলার চাতলা শুল্ক স্টেশন দিয়ে ৯৮০ জন।
এসব প্রবাসীর বেশির ভাগই কোয়ারেন্টিন মানছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোয়ারেন্টিন না মানায় শনিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জে এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্যের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এসময় অন্য বিদেশিদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান ইউএনও।