সিলেটে সম্মাননা পেলেন ৭ মার্চের ভাষণের প্রত্যক্ষদর্শীরা
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২০, ১১:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের দশ প্রত্যক্ষদর্শীকে সম্মাননা দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
শনিবার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ২০ দিনের কর্মসূচির প্রথম দিনে তাদের এ সম্মাননা দেয়া হয়। জেলা স্টেডিয়াম চত্বরে এর আয়োজন করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, মুক্তিযোদ্ধা রফিকুল হক, মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, তোফাজ্জল হোসেন হেলাল, হায়দার হোসেন চৌধুরী মুক্তা, অধ্যাপক গ ক ম আলমগীর, অ্যাডভোকেট মো. মইনুল ইসলাম ও মো. মঞ্জু মিয়া।
মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত।
বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নাট্যকর্মী রজতকান্তি গুপ্তের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।