ফ্রিল্যান্সার ল্যাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২০, ১:৪৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেটের এক ঝাঁক তরুনরা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে সিলেটের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ফ্যিল্যান্সার ল্যাব এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভোলাপার, গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ নিচ্ছেন। অনেকে প্রশিক্ষণ অবস্থায় আয়ও করেছেন। সরকারের পাশাপাশি এই প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে প্রতি বছর অসংখ্য ফ্রিল্যান্সার তৈরী করছেন। এতে করে অনেক বেকারত্ব দুর করা সম্ভব হচ্ছে।
শুক্রবার (৬ মার্চ) ফ্রিল্যান্সার ল্যাবের উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করেন তারা। বনভোজনের জন্য পছন্দের তালিকায় জায়গা ছিলো চায়ের রাজধানী শ্রীমঙ্গল। শুক্রবার সকাল ৯টায় বাসে করে ৩৫জন সিলেট থেকে শ্রীমঙ্গলের উদ্যেশ্যে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের জিএম শিবলীর বাংলোতে এসে একত্রে হয়ে বিভিন্ন ইভেন্ট সম্পন্ন হয়। এখানে সবচেয়ে বিনোদন পাওয়া যায় জিএম শিবলী এর কাছ থেকে। তিনি নানান রকম গল্প করে আর ধাধাঁ ও বিভিন্ন শিক্ষামূলক প্রশ্ন সকলের উদ্দেশ্যে বলে ব্যাপক বিনোদন দেন। সবাই মুগ্ধ হন।
নামাজ শেষে দুপুর দুইটায় খেলাধুলা শেষে দুপুরের খাবার সম্পন্ন হয়। খেলাধুলার মধ্যে ছিলো ছেলেদের মোরগের লড়াই, মেয়েদের বালিশ খেলা এবং উম্মুক্ত হাড়ি ভাঙ্গা। বিকেল ৩টায় খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের জিএম শিবলী, ফ্রিল্যান্সার ল্যাবের ফাউন্ডার সাইদুল হোসেন চৌধুরী, পরিচালক মো. আরিফুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. আবু তাহের, ফ্রিল্যান্সার ল্যাব স্টুডেন্ট ফোরামের প্রেসিডেন্ট মিয়া আহমেদ শরিফ, সাধারন সম্পাদক তাসমুন ফুজিনা প্রমুখ। এছাড়াও তাদের সাথে ছিলেন শ্রীমঙ্গলের দুই তরুন ডিজিটাল মার্কেটার (প্রশিক্ষণার্থী) তোফায়েল পাপ্পু ও তাজুল ইসলাম রাজু।
পরে বিকেল ৪টায় শ্রীমঙ্গলের মনোরম দৃশ্যে ভরপুর টি হ্যাভন রিসোর্টে ডিজিটাল মার্কেটিং ১ম,২য়,৩য়,ও ৪র্থ ব্যাচের বিদায় অনুষ্ঠান ও লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্যেশ্যে রওয়ানা হয়।