মাত্র ৩ ঘন্টার ব্যবধানে ঢাকা-সিলেট মহাসড়কে ১৪ লাশ!
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২০, ১১:২৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আজ শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়ক যেন মৃত্যুপুরীতে রুপ নিয়েছে। মাত্র ৩ ঘন্টার ব্যবধানে লাশ হয়েছেন ১৪ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার যাত্রী।
নিহতদের মধ্যে চারজনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।
এছাড়া মাইক্রোবাসের আহত চার আরোহীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ওই মাইক্রোবাসের যাত্রীরা নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিলেন মাজার জিয়ারত করতে। আর লিমন পরিবহনের বাসটি সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ভাটি কালিসীমা এলাকায় দুই বাহনের মুখামুখি সংঘর্ষে হলে মাইক্রোবাসে আগুন ধরে যায়। তাতে ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।’
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা লেগে আটজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মাইক্রোবাসের যাত্রীরা সিলেট যাচ্ছিলেন মাজার জিয়ারত করতে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। তাতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রী অর্থাৎ ১২ জন নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। এরমধ্যে কান্দিগাঁও এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং আগুন ধরে যায় গাড়িটিতে। এতে ঘটনাস্থলেই মারা যান আটজন।
তাদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। একইসঙ্গে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বাকি চারজনও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন নারী ছিলেন। পরিচয় জানতে পারলে বিস্তারিত তথ্য জানা যাবে।