করোনাভাইরাস ঠেকাতে তৎপর সিলেট স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২০, ৮:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
চীনের নভেল করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ৬০টি দেশে ভাইরাস ছড়িয়ে যাওয়ার খবর মিলেছে। বাংলাদেশে এখনো এই ভাইরাসে কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঢাকাসহ বিভিন্নস্থানে বিদেশফেরত বেশ কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন।
বুধবার রাতে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুবাই ফেরত এক যুবককে সিলেটের শহীদ সামছুদ্দিন সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। তিনি গত ২৯ ফেব্রুয়ারি দেশে আসেন। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। রাত ১১টার দিকে জ্বর, কাশি ও মাথাব্যথা নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে শহীদ সামছুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।
এরপরই করোনাভাইরাস মোকাবেলায় নড়েচড়ে বসে সিলেট স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার এক জরুরি নির্দেশনায় সিলেটের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলার তাগিদ দেয়া হয়। একই সঙ্গে জেলা প্রশাসকের নেতৃত্বে ১১ সদস্যের মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি প্রতিনিধিদল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি দুবাই প্রবাসীর শরীরের স্যাম্পল সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. নূরে আলম শামীম। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা স্যাম্পল সংগ্রহ করেছেন। সন্দেহভাজন হিসেবে ওই প্রবাসীকে ১৪ দিন কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের কোয়ারেন্টাইন ইউনিটের প্রধান ডা. শিশির চক্রবর্তী জানান, দুবাইয়ে যে কোম্পানিতে ওই প্রবাসী কাজ করতেন, ওই কোম্পানিতে চীনা নাগরিকরাও কাজ করতেন।
বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. দেবপদ রায়। বৈঠকে করোনাভাইরাস ঠেকাতে হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলাসহ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিষয়টি জানিয়ে দেন তিনি।
একই সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামকে প্রধান করে মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য সচিব করা হয়েছে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলকে।
এছাড়া, উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে আলাদা কমিটি।