কোম্পানীগঞ্জে সেতুর নিচ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২০, ৮:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি বালুর নিচে চাপা পড়া ছিল।
শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানু জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বালুর নিচে চাপা পড়া অবস্থায় ৮-১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়।