নতুন বউকে বাসায় রেখে খেলার মাঠে ক্রিকেট পাগল বর ! (ভিডিওসহ)
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২০, ১১:৩২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
বিয়ের সাজ না পাল্টিয়েই নতুন বউ বাসায় রেখে খেলার মাঠে চলে গেলেন বর। আত্মীয় স্বজন পরিবেষ্টিত বিয়ের আসর জোড়ে বরের সন্ধান পাওয়া যায়নি। বিয়ে বাড়ির আনন্দ তো পরিণত হচ্ছিল বিষাদে। ঠিক এমনি সময় খবর আসে বরকে নিয়ে চিন্তার কারণ নেই। কারণ, তিনি মহাআনন্দে বরের বেশে অবস্থান করছেন খেলার মাঠে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে এভাবেই নতুন বউকে বাসায় রেখে আসেন ক্রিকেট পাগল আবু হায়দার লাভলু।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ছিলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সেই মাঠে বিয়ের সাজে লাভলুকে দেখে বিস্ময়ে হতবাক সকলেই। আবু হায়দার লাভলুর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ভোগশাইল। বিয়ের প্রাথমিক কাজ শেষ করে নতুন বউকে বাসায় রেখে বিয়ের পোশাক পড়ে শালা-দুলাভাই সবাইকে নিয়ে মাঠে হাজির হন নিজ দেশের টিমকে সাপোর্ট দেওয়ার জন্যে।যা ক্রিকেট ইতিহাসে মনে হয় এই প্রথম।
মঙ্গলবার সিলেট নগরীর সানরাইজ কমিউনিটি সেন্টারে তাসলিমা বেগম নামে একজনের সাথে বিয়ে সম্পন্ন হয়। এব্যাপারে বর লাভলু জানান,ছোট্ট বেলা থেকে ক্রিকেটের প্রতি আমার আগ্রহ ছিল খুব বেশি।কিন্তু সময় ও কাজের চাপে তা পুরপুরি নিতে পারিনি।আজ আমার বিয়ে হয়েছে। তাই বিয়ে করে সরাসরি খেলা দেখতে স্টেডিয়ামে চলে এসেছি।আমি আমেরিকায় বসবাস করি। সত্যি বলতে আমি আমার জন্মভূমি বাংলাদেশ ক্রিকেট টিমের খুব ভক্ত।বিশেষ করে মাশরাফি, তামিম, মুশফিকুর রহিমের।১১ বছর পর বিয়ের জন্যে কয়েকদিন আগে দেশে এসেছি। আজ খেলা চলছে তাই আর মিস করতে চাই নি বলে চলে এলাম। সামছুজ্জামান সুমন নামে আরেকজন জানান,বিয়ের জন্যে দেশে আসেন লাভলু।বিয়ের আসরে বসে বার বার আমাকে খেলার আপডেট জিজ্ঞেস করছিলেন তিনি। তার পর বাসা গিয়ে নতুন বউকে রেখে সবাইকে নিয়ে খেলা দেখতে চলে আসেন। এদিকে বিয়ের পর স্টেডিয়ামে আসার ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
https://www.youtube.com/watch?v=KOGhJPwFiwc&feature=youtu.be&fbclid=IwAR16_oXCeivGndfwVBcZU4ZW4Kx5FLR5bz4K6mAOqH94DIEounuylihEX9w