পাঠানটুলা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২০, ৮:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরের পাঠানটুলা থেকে মোঃ শফিক আলী নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে পনিটুলার পল্লবী আ/এ ইব্রাহিম মঞ্জিলের বাসিন্দা মো. ইদ্রিসের পুত্র।
পুলিশ জানায়, সোমবার রাত ১০ টার দিকে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শফিককে গ্রেফতার করা হয়। সে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানায় দন্ডিত সি.আর ৩০৫/১৭ নং মামলার আসামী।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।