সিলেটে পৃথক অভিযানে চিহ্নিত ২ ডাকাত গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২০, ১১:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিয়ানীবাজার ও কোম্পানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়- সোমবার (০২ মার্চ) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত মাসুক মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে। সে কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানার ডাকাতি মামলাসহ একাধিক চুরির মামলার গ্রেপ্তারী পরোয়ানা মুলতবি রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত সুজন ও মাসুককে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকরের নেতৃত্বে দুবাগ এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত মতিউর রহমান ওরফে আতাউর রহমানকে আটক করা হয়। আটক ডাকাত জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে।
তার বিরুদ্ধে বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, কানাইঘাট এবং কোতয়ালী থানায় ডাকাতি, খুন, অস্ত্রসহ মোট ১৩ টি মামলা রয়েছে। যার মধ্যে ৩টি মালার গ্রেপ্তারী পরোয়ানা মূলতবী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন- সিলেট জেলায় সংঘবদ্ধ ডাকাতদের মূল উৎপাটনের জন্য বিশেষ অভিযান চলমান রয়েছে। পূণ্যভূমি সিলেট জেলায় কোনভাবেই ডাকাতদের অভয়ারান্য হতে দেওয়া হবে না। ইতিমধ্যেই ডাকাতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে যেটি ডাকাত নির্মূলের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে।