ছাতকে টিলা কেটে পাথর উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২০, ৮:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিলার পাথরসহ আব্দুল আলী (৬৪) নামের এক ব্যক্তিকে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের হাদা টিলায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
দণ্ডিত আব্দুল আলী হাদা-চানপুর গ্রামের মৃত তছই উদ্দিনের পুত্র। অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন ও বিক্রির অপরাধে বন আইনে তাকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। এ সময় উত্তোলকৃত প্রায় ৩৬০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। অভিযানে দোয়ারা উপজেলা বিট কর্মকর্তা নিতিশ চক্রবর্ত্তীসহ থানা পুলিশ উপস্থিত ছিল।