ভারতে সাম্প্রদায়িক হামলার: জৈন্তাপুরে উত্তাল প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২০, ১০:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ভারতের উগ্র হিন্দু কর্তৃক মুসলমানদের হত্যা, নির্যাতন এবং মসজিদে অগ্নি সংযোগের মতো ন্যাক্কার জনক ঘটনার নিন্দা জানানো ভাষা নেই।
জাতীয় উলামা পরিষদ ও জাতীয় ইমাম পরিষদ জৈন্তাপুর উপজেলা কর্তৃক আয়োজিত মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
আজ ১লা মার্চ জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে সম্মিলিত উলামা পরিষদ ও সম্মিলিত ইমাম সমিতির আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
সম্মিলিত উলামা পরিষদের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেবের সভাপতিত্বে ও সম্মিলিত ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হামিদ সাহেবের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কুদ্দুছ মাওলানা কবির আহমদ, হাফিজ মাওলানা মাসুদ আজহার, মাওলানা জাকারিয়া, মাওলানা নজরুল ইসলাম সহ স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা।