সুনামগঞ্জে ডিপজল, উৎসুক জনতার ঢল
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২০, ২:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এখন সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থান করছেন। তার আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে বার হাল গ্রামে।
রোববার (১ মার্চ) সকাল থেকে উৎসুক জনতা সকাল থেকে ভিড় জমায় বাদাঘাট স্কুল মাঠে। সকাল ১১টায় বাদাঘাট স্কুলমাঠে হেলিকপ্টারযোগে পৌঁছান ডিপজল।
এ সময় তাকে হাজার হাজার জনতা এক পলক দেখা ও ছবি তুলার জন্য হুমরি খেয়ে পরে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টায় করে। অনেকেই প্রিয় অভিনেতা ও আলোচিত ভিলেন ডিপজলকে দেখতে পেরে আনন্দিত।
জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেমের বড় ছেলে চিকিৎসক ঢাকার একটি সুনামধন্য পরিবারে বিয়ে করেন। সেই পরিবারের সাথে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের পারিবারিক গভীর সু-সম্পর্ক রয়েছে। সেই সুবাধে চেয়ারম্যান আবুল কাশেম সাহেবের বাড়িতে বেড়াতে আসা।
প্রিয় অভিনেতা ও আলোচিত ভিলেনকে দেখতে আসা জাকির হোসেন, মানিক মিয়াসহ অনেকেই জানান, ডিপজলকে শুধু টিভি ও হলে গিয়ে তার অভিনীত ছবি দেখেছি বাস্থবে দেখা হয়নি। আর ঢাকায় গিয়ে তাকে আর দেখতে পারব না। তিনি এখানে এসেছেন আর সহজেই কাছ থেকে দেখতে পারব তাই এসেছি।
উৎসুক জনতা দেখে অভিভূত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, হাওর এলাকার মানুষের মাঝে আমার জন্য এত জনপ্রিয়তা তা অবাক করেছে।