হবিগঞ্জে ৩৮৮ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২০, ১:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জের চুনারুঘাটে ৩৮৮ কেজি নিম্ন মানের ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা যায়নি।
শনিবার সন্ধ্যায় চুনারুঘাট সীমান্তের নালুয়া চা বাগান থেকে এসব চা পাতা উদ্ধার করা হয়।
চিমটিবিল বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার দেলোয়ার হোসেন জানান, একদল পাচারকারী নিম্নমানের ভারতীয় চা পাতা নিয়ে নালুয়া পশ্চিম টিলা এলাকায় অবস্থান করছে- এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৮৮ কেজি চা পাতা উদ্ধার করা হয়।