হবিগঞ্জে শর্ট সার্কিটের আগুনে ৪ কৃষকের ঘর পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ৪:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটার শিমুলতলায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে চার কৃষকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার সকাল ৭টার দিকে শিমুলতলা গ্রামের কৃষক জবেদ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মাঝে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ফিরোজ মিয়া, আল-আমিন, আব্দুল মতিনের ঘরে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর পূর্বেই চার ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে গৃহের লোকজন জানিয়েছেন, তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।