বালাগঞ্জে ছুরিকাঘাতে যুবক আহত, আটক ২
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের কাশিপুর গ্রামে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এক যুবক ছুরিরাঘাতে আহত হয়েছেন।
আহত যুবক কাশিপুর গ্রামের মৃত আতিকুল ইসলাম (কটন) মিয়ার ছেলে কামরান মিয়া (২১) এর সাথে একই গ্রামের তখলিছ মিয়ার ছেলে রাশেদ মিয়া (২২) এর সাথে টাকার লেনা দেনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় তাদের মধ্যে হাতাহাতি হয়। এরমধ্য দিয়ে রাশেদ ও তার সহযোগী সুজন মিয়া (২০) পকেটে থাকা ছুরি দিয়ে কামরানকে উপুর্যুপরি আঘাত করে আহত করে।
স্থানীয় লোকজন কামরানকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত কামরানের শারীরিক অবস্থা খারাপ ও বড় বড় জখমী দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তাররা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপস্থিত স্থানীয়রা রাশেদ ও তার সহযোগী সুজনকে আটক করে বালাগঞ্জ থানার হাতে তুলে দেন। তারপর আহত কামরানের ভাই মুহিম মিয়া শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন, যাঁর মামলা নং ০৪।
মামলার বিবাদী পাঁচ জন তাঁরা হলেন, ১। রাশেদ মিয়া(২২), পিতাঃ তখলিছ মিয়া, ২। সুজন মিয়া (২০),৩। সাজন মিয়া(১৯), ৪। রাজন মিয়া(২৫) সর্ব পিতাঃ মখলিছ মিয়া, ৫। মখলিছ মিয়া(৫৫) পিতা মৃঃ আরব আলী,
বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানা অফিসার্স ইনচার্স (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃতরা থানার হেফাজতে রয়েছে। আগামী কাল তাঁদের সিলেট কোর্টে প্ররণ করা হবে।