বিয়ানীবাজারে নির্মাণাধীন ভবন থেকে বিদেশি ‘এয়ারগান’ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিয়ানীবাজারে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানকালে নির্মাণাধীন ভবন থেকে একটি বিদেশি ‘এয়ারগান’ ও ৩৯টি বুলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার শহরের মেসার্স মজুমদার স্যানিটারি ওয়ার্কসের সামনের একটি ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় এই ‘এয়ারগান’ ও বুলেটগুলো উদ্ধার করা হয়।
‘এয়ারগান’ ও বুলেট বিয়ানীবাজার থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।