নবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ৫:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জের নবীগঞ্জে হিরণ মিয়া নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হিরণ মিয়া উপজেলার লতিফপুর গ্রামের কবির উল্লাহর ছেলে।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, হিরণ মিয়া নামে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। এরইমধ্যে সে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। বুধবার সে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী একটি ঝোপে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি আরো জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।