চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ছয় লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ৫:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে সাড়ে ছয় লাখ টাকা অর্থদণ্ড ও ১৫টা ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে দ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ১১টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ উপজেলার দুধপাতিল গ্রামের মুড়িছড়া (জলপ্রবাহ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সুজাতুল হক ভূঁইয়াকে ৬ লাখ টাকা জরিমানা করেন। একই সময় তার সহযোগী আকছির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বিকেলে ভ্রাম্যমাণ আদালত মুড়িছড়ায় অভিযান চালিয়ে ১৫টি ড্রেজার মেশিন ও বিপুলপরিমাণ পাইপ পুড়িয়ে নষ্ট করেন। জব্দ করা হয় একটি এসকাভেটর ও বিপুলপরিমাণ বালু।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়।