সুরমা নিউজ অফিস পরিদর্শনে আওয়ামীলীগ ও প্রবাসী কমিউনিটি নেতারা
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:২৫,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক:
সুরমা নিউজ টোয়েন্টিফোর অফিস (গোয়ালাবাজার মেইন রোড, আলহাজ্ব আব্দুল মালিক ম্যানশন) পরিদর্শনে এসেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের সভাপতি রবীন পাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, কোষাধ্যক্ষ শাহ শাহনুর রহমান শানুর, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমেদ সেকেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন। আজ সোমবার দুপুরে তারা সুরমা নিউজ অফিস পরিদর্শনে আসেন।
এসময় তারা বলেন, সুরমা নিউজ ওসমানীনগরসহ পুরো সিলেটের সত্য ও তরতাজা সংবাদ দেশ বিদেশে পৌছে দেয়। বিশেষ করে সুরমা নিউজের মাধ্যমে ওসমানীনগরের সমস্যা, সম্ভাবনা সবার আগে আমাদের প্রবাসীদের নিকট পৌছে। যার কারণে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে আমাদের প্রবাসীরাও অংশ গ্রহণ করছে। সুরমা নিউজের সত্য ও তরতাজা সংবাদ্গুলো সবার আগে পৌছে দিয়ে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা করছি।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, জুবেল আহমেদ, এহসান আহমেদ,আমির উদ্দীন প্রমুখ।