অবশেষে গ্রেফতার সিলেটের বিয়ে পাগল আমেরিকা প্রবাসী সাইদুর
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে পারলেন না সিলেটের গোলাপগঞ্জের এক আমেরিকা প্রবাসী। রোববার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর শহরের সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুর বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমেরিকা সাইদুর রহমান (২৯), তিনি সদর উপজেলার জালালাবাদ থানার বলাউরা বাজারের হাউসা গ্রামের মোঃ ফয়জুর রহমানের পুত্র। বর্তমানে দুটি বাসা ভাড়া নিয়ে প্রথম স্ত্রীকে লুকিয়ে গোলাগঞ্জের সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুর বাসায় ও পার্শ্ববর্তী খান কম্পপ্লেক্সের বাসায় ভাড়া থাকতেন।
রোববার সন্ধ্যায় গোলাগঞ্জস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে বিয়ে হচ্ছে জেনে প্রথম স্ত্রী সাহিনা আক্তার রুমী বাদি হয়ে অতিরিক্ত চীফ মেট্্েরাপলিটন আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। যার নং ৫৪/২০। আদালত শুনানী শেষে আসামী সাইদুর রহমানের প্রতি গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আদালতের পরোয়ানা পেয়ে সন্ধ্যায় দ্রুত বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাৎক্ষনিক আসামী সাইদুর রহমানকে গ্রেফতার করে। অপর দিকে দ্বিতীয় বিবাহ অনুষ্টান পন্ড হয়ে সেই কনের শশুর মোবারক হোসেন বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। আমেরিকা প্রবাসী বিয়ে পাগল সাইদুরের কান্ড ও গ্রেফতারের খবর শুনে উৎসুক জনতা থানায় ভীড় করেন। খবর পেয়ে বিশ্বনাথের আরো দুটি পরিবার দাবী করেছে, সাইদুর তাদের মেয়েকে বিবাহ করে যৌতুকের কথা বলে নির্যাতন ও টাকা আত্নসাত করেছে। এ ঘটনাটি উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।
জানা যায় ২০১৯ সালে জগন্নাথপুর উপজেলার লামা রসুলগঞ্জ এলাকার লাউতলা গ্রামের কাচা মিয়ার মেয়ে সাহিনা আক্তার রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে প্রায় ১০লক্ষ টাকা আত্নসাত করে সাইদুর রহমান। সম্প্রতি তার আরো কয়েকটি বিয়ের সংবাদ প্রথম স্ত্রী ও তার বাড়ির লোকজন জানতে পেরে চমকে উঠেন। হঠাৎ করে শুনতে পান গতকাল রোববার গোলাপগঞ্জে পূর্ব ভাদেশ^র গ্রামের মোবারক হোসেনের মেয়ের সাথে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে সাইদুরের বিয়ে দিন তারিখ ঠিক করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক রুমী অতিরিক্ত চীফ মেট্্েরাপলিটন আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। আদালত মামলাটি শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে তাৎক্ষনিক পুলিশ তাকে গ্রেফতার করে। অপর দিকে পূর্ব ভাদেশ^র এলাকার মোবারক হোসেন বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় আরো একটি প্রতারণা মামলা দায়ের করেছেন।
দ্বিতীয় বিয়ের মেয়ের বাবা মোবারক হোসেন জানান, সাইদুর রহমান আমাদের সাথে প্রতারণা করে বিয়ের আগেই প্রায় ৫লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। রোববারের বিয়ে পন্ড করে দিয়ে আমেরিকা প্রবাসী সাইদুর রহমানকে আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। আমারা আগে জানতান যে, সে আরো বিয়ে করেছে। আমিও তার বিরুদ্ধে প্রতারণা মামলা করেছি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আরো একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।